ফুটবল বিশ্বকাপে ফিফার পছন্দ বলিউড তারকা নোরা ফাতেহি
ফুটবল বিশ্বকাপেও বলিউড। ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে কাতারে। যার আয়োজক বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। এবার তাদের পছন্দে জায়গা পেলেন বলিউড তারকা নোরা ফাতেহি।
নভেম্বরে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এবার তা অনুষ্ঠিত হচ্ছে কাতারে। গোটা বিশ্ব মুখিয়ে আছে এই ফুটবলের মহারণ দেখার জন্য।
এদিকে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার তোড়জোড়ও চলছে জোরকদমে। শুধু মাঠে ফুটবল বলেই নয়, পৃথিবীর বুকে সেরা শো হিসাবে এই বিশ্বকাপকে তুলে ধরতে তারা তৎপর।
প্রতিবারই ফুটবল বিশ্বকাপের জন্য ফিফা একটি গান বাঁধে। একসময় শাকিরাকেও দেখা গেছে। রিকি মার্টিনকেও দেখা গেছে, আবার জেনিফার লোপেজকেও দেখা গেছে।
সেই তালিকায় এবার ২০২২-এর গানে জায়গা করে নিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। ভারত ফুটবল বিশ্বকাপের মুখ নাও দেখে থাকতে পারে, তবে নোরার হাত ধরে এবারের ফুটবল বিশ্বকাপে তারাও জায়গা পেয়ে গেল।
ফিফা তাদের বিশ্বকাপের অফিশিয়াল গানে ৪ জন শিল্পীকে জায়গা দিয়েছে। যেহেতু এবার বিশ্বকাপ আরব দুনিয়ায় হচ্ছে, তাই আরব দুনিয়ার ৪ বিখ্যাত শিল্পীকে জায়গা দেওয়া হয়েছে।
যার মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর গায়িকা বালকিস, ইরাকের রেহমা রিয়াদ, মরক্কোর মানাল এবং মরক্কান কানাডিয়ান নোরা ফাতেহি, যিনি আদপে একজন বলিউড তারকা হিসাবেই পরিচিত।
গানে নোরা ফাতেহির মুখে শোনা গেছে হিন্দি লাইনও। যা অবশ্যই ভারতবাসীর জন্য গর্বের। এবার বিশ্বকাপের গানে নারী শক্তিকে গুরুত্ব দিয়েছে ফিফা। সেটাই তাদের ৪ নারীর কণ্ঠে সুর বাঁধা দিয়ে পরিস্কার। লাইট দ্যা স্কাই গানটি এবার ফিফা বিশ্বকাপ মাতিয়ে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা