না করে দিল সরকার, বাতিল নোরা ফাতেহির নাচ
একদম খোদ সরকারের তরফ থেকেই না করে দেওয়া হল নোরা ফাতেহির নাচে। ফলে বলিউডের এই শিল্পীর নাচ দেখা আর হল না।
প্রায় ১০ বছর হতে চলল বলিউডে পা রেখেছেন নোরা ফাতেহি। বলিউডে যাকে আইটেম ডান্স বলা হয় সে ধরনের নাচে একের পর এক নিজের স্বতন্ত্র ছাপ তৈরি করে ফেলেন এই মরোক্কান কানাডিয়ান অভিনেত্রী। যিনি এখন বলিউডের অন্যতম মুখ হয়ে উঠেছেন।
সেই নোরা ফাতেহির নাচের অনুষ্ঠান ছিল বাংলাদেশে। নোরা ফাতেহির নাচ সামনে থেকে দেখতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়ে গেল। তাও হল খোদ বাংলাদেশ সরকারের নির্দেশে।
বাংলাদেশের এক মহিলা সংগঠনের ডাকে ওই নাচের অনুষ্ঠানের পর নোরা ফাতেহির হাত দিয়ে বেশ কিছু পুরস্কার প্রদানের ব্যবস্থাও হয়েছিল। কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রক অনুষ্ঠানটি বাতিল করে দেয়।
বাংলাদেশ এখন ডলার বাঁচাতে উঠেপড়ে লেগেছে। দেশের অর্থনীতির ভবিষ্যতের কথা মাথায় রেখে বাংলাদেশের হাসিনা সরকার ডলার যেখান যেখান থেকে বাঁচানো যায় তা করে চলেছে। এই অনুষ্ঠানের জন্য তাই আর ডলার নষ্ট করার পক্ষপাতী ছিল না সরকার।
এই অনুষ্ঠান না হলেও কোনও সমস্যা নেই বলেই মনে করছে বাংলাদেশর সরকার। বরং সে জায়গায় ডলার বাঁচলে তা দেশের উপকারে লাগবে।
প্রসঙ্গত ভারতেও ডলারের সাপেক্ষে দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। আর তা হয়েই চলেছে। বাংলাদেশেও তার অন্যথা হয়নি। তাই আপাতত নোরা ফাতেহিকে ডেকে ডলার অপচয়ে তারা রাজি নয়। ফলে বাংলাদেশে অনুষ্ঠান বাতিল হল ফিফার বিশ্বকাপ সঙ্গীতের অন্যতম মুখ নোরা ফাতেহির।