আলু নয়, অতি আশ্চর্য আলু গাছ দেখতে তুমুল ভিড়
আলু গাছ নিয়ে কারও তেমন মাথাব্যথা থাকেনা। আলু মাটির তলায় হয়। গাছটি হয় চারা গাছের মত। কিন্তু এ আলু গাছ নিজের আজব দর্শনে ভিড় টানছে প্রতিদিন।
আলু মাটির তলায় হয়। আর সেই আলু নিয়েই মানুষের যত উৎসাহ। তার গাছ কেমন তা নিয়ে নয়। যদিও আলু শাক খাওয়ার রেওয়াজ অনেক পরিবারে আছে। তবে আলু চাষের মুখ্য কারণ আলু পাওয়া, গাছ নয়। কিন্তু যে কোনও কিছু স্বাভাবিকের বাইরে গেলে তা নিয়ে উৎসাহ চরমে ওঠে।
যেমন একটি আলু গাছকে ঘিরে তৈরি হয়েছে। মানুষ আলু নিয়ে উৎসাহ দেখাচ্ছেন না। বরং সেই আলু গাছ নিয়ে তাঁদের উৎসাহ চরমে উঠেছে। কারণ যাঁরাই এটা দেখতে আসছেন। অবাক চোখে তার দিকে চেয়ে থাকছেন। আর ভাবছেন এটাও সম্ভব!
কি সম্ভব? এই আলু গাছটির চারা বপন করেছিলেন এক মহিলা। যিনি আমেরিকার উত্তর ক্যারোলিনার বাসিন্দা। তাঁর সেই গাছ বপন করার পর গত জুলাই মাসে তার উচ্চতা পৌঁছে যায় ১১ ফুট ৩ ইঞ্চিতে।
বোঝাই যাচ্ছে এ আলু গাছের মাথা দেখতে গেলে মানুষের ঘাড়ে ব্যথা হতে পারে। এর চেয়ে অনেক লম্বা গাছ রয়েছে। কিন্তু আলু গাছ যে এমন লম্বা, তা অবাক করছে সকলকে।
একটি আলু গাছের গড়পড়তা উচ্চতা হয় সাড়ে ৩ ফুটের মত। কিছু তার চেয়েও কিছুটা লম্বা বেশি হয়। কিন্তু মাথা ছাড়ানো ১১ ফুটের ওপর উচ্চতার আলু গাছ এ বিশ্বে কোথাও হয়নি।
তাই সেদিক থেকে এটি একটি রেকর্ডও। ফলে ওই মহিলার লম্বা আলু গাছ অচিরেই মানুষের উৎসাহের কেন্দ্রে পৌঁছে যায়।