দেওয়ালের পিছনে রাক্ষস আছে, দেওয়াল ভেঙে এ কি দেখলেন বাবা মা
বেশ কিছুদিন ধরেই তাঁদের ৩ বছরের ছোট্ট মেয়ে বলে চলেছে তার ঘরের দেওয়ালের পিছনে রাক্ষস আছে। বেশ কয়েকদিন শোনার পর দেওয়াল ভেঙে কার্যত আঁতকে উঠলেন বাবা মা।
তাঁদের ৩ বছরের সন্তান কয়েকদিন ধরেই বেশ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। তার মনে হয়েছে তার ঘরের দেওয়ালের পিছনে রাক্ষস রয়েছে। ছোটরা তো এমন কল্পনা করেই থাকে। তাই প্রাথমিকভাবে সে কথায় তেমন আমল দেননি বাবা মা।
কিন্তু প্রতিদিনই সন্তান এ কথা বলতে থাকায় তাঁদের একটা সন্দেহ হয়। ঘরের দেওয়ালের একটি অংশ দেখিয়েই কেন তাঁদের মেয়ে সেখানে রাক্ষস আছে বলে দাবি করছে? তাঁরা ভাল করে পরীক্ষা করতে গিয়ে একটা শব্দও পান।
কি আছে ওই দেওয়ালের পিছনে? সেটা জানার জন্য দেওয়ালের সামনে থার্মাল ইমেজিং দিয়ে বোঝার চেষ্টা করেন ছোট্ট মেয়েটির বাবা। তিনি দেওয়াল জুড়ে কিছু রয়েছে বলেই জানতে পারেন।
তাঁর মনে হয় দেওয়ালের পিছনে একজন মানুষ থাকতে পারে। পরে দেওয়াল ভাঙতেই কার্যত আঁতকে উঠলেন ওই ছোট্ট মেয়েটির বাবা মা।
দেওয়ালের পিছনে থিকথিক করছে মৌমাছি। কম করে ৫০ হাজার তো হবেই। দেওয়ালের কোনও একটা ফাঁক গলে সেখানে তাদের যাতায়াত। সেখানেই তারা দিব্যি নিজেদের সংসার পেতে বসেছে।
দেওয়াল ফাঁক হতেই অনেক মৌমাছি ভন ভন করে বেরিয়ে আসে বাইরে। ঘরে ছড়িয়ে পড়ে উড়ে বেড়াতে থাকে। প্রায় অগুন্তি মৌমাছির এমন জমাট ঝাঁক দেখে কার্যতই শিউরে ওঠেন বাড়ির মানুষজন।
মৌমাছি সংরক্ষকদের ডেকে অবশেষে এই মৌমাছির সংসার থেকে ঘরটিকে মুক্ত করা হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনায়। এ খবর নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।