কুমড়োর কৃপায় রাতারাতি ১ কোটি ২৬ লক্ষের মালিক এক ব্যক্তি
একটা সামান্য কুমড়ো। তার কৃপায় যে একজন ১ কোটি ২৬ লক্ষ টাকা জিততে পারেন তা এই ঘটনা প্রমাণ করল। ওই ব্যক্তি কুমড়োটিকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।
একটা সামান্য কুমড়ো যে মানুষের ভাগ্য এভাবে রাতারাতি বদলে দিতে পারে কে জানত! পৃথিবীতে কত কিছুই যে মানুষের জীবনে অপেক্ষা করে থাকে তাও অজানা। যেমন এক ব্যক্তিকে রাতারাতি কোটিপতি করে দিল একটি কুমড়ো।
ওই ব্যক্তির একটি জমি রয়েছে। সেখানে তিনি কুমড়ো ফলান প্রতিবছর। খাবার জন্য বা বাজারে সাধারণ ক্রেতাদের খাবার জন্য বিক্রি করতে নয়। তিনি পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে মিশে থাকা হ্যালোউইন উৎসবের জন্য কুমড়ো ফলান।
এ কুমড়ো বিশাল চেহারার হয়। যা কিনে তার পেট থেকে সব শাঁস বার করে তার মধ্যে আলো বা বাতি জ্বালিয়ে মানুষ হ্যালোউইনের ভৌতিক রাত পালন করেন।
সেই হ্যালোউইনের আগে তাই এখন কুমড়ো কেনার ঢল। তিনিও প্রতিবছরের মত যে কয়েকটি বড় আকারের কুমড়ো জমিতে ফলিয়েছেন তা বিক্রি করেছেন। তার একটি কুমড়ো ১০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৪০ টাকায় বিক্রি হয়।
সেই টাকা দিয়ে তিনি একটি লটারির টিকিট কাটেন। আর সেই লটারি অবশেষে তাঁকে পাইয়ে দিল ১ লক্ষ ৫০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় ১ কোটি ২৬ লক্ষ টাকার মতন।
তিনি যে এই বিপুল অর্থ পেয়েছেন তা প্রথমে বিশ্বাসও করতে পারছিলেননা। ভাবছিলেন ভুল দেখছেন। নিশ্চিত হওয়ার পর যে কুমড়োটি বিক্রি করে সেই টাকায় লটারির টিকিটটি কেটেছিলেন, সেই কুমড়োটিকে ধন্যবাদে ভরিয়ে দিচ্ছেন।