কচ্ছপের ডেরায় অচেনা ডিম, ধন্দে বিজ্ঞানীরা
বিশেষ ধরনের কচ্ছপের বাসায় অনেকগুলি অদ্ভুত দেখতে ডিম পাওয়া গেল। যা নিয়ে বিজ্ঞানীরাও ধন্ধে রয়েছেন। এর এখনও কিনারা হয়নি।
এই কচ্ছপের মাথার দিকটা একটু স্থূল হয়। কচ্ছপগুলি পরিচিত লগারহেড কচ্ছপ নামে। কচ্ছপ জলে থাকে বটে, তবে ডিম পাড়ে ডাঙায়। সমুদ্রের ধারেই তারা বাসা তৈরি করে সেখানে ডিম পাড়ে।
সেখানেই ডিম ফুটে ছোট ছোট কচ্ছপ জন্মায়। তারপর তারা ক্রমশ জলে সাঁতার কাটতে কাটতে শিখে যায় কেমন করে সাঁতার কাটতে হয়।
এই লগারহেড কচ্ছপের বাসায় পাওয়া গেল এক বিশেষ ধরনের ডিম। যার কারণ এখনও পরিস্কার নয় বিজ্ঞানীদের কাছে।
কচ্ছপগুলি প্রচুর ডিম পেড়েছে। এই সব ডিমের মধ্যে এমন অনেক ডিম রয়েছে যাকে পরিভাষায় বলা হয় স্পেসার ডিম। এই স্পেসার ডিমের বিশেষত্ব হল এগুলির মধ্যে কোনও কুসুম থাকে না। এগুলিতে তা দিয়েও কচ্ছপের ছানা তৈরি হয়না।
এগুলি সাধারণ কচ্ছপের ডিমের চেয়ে ছোটও হয়। আর আকারও ঠিক অন্য ডিমের মত হয়না। কেন এমন ডিম পাড়ে কচ্ছপগুলি? এর পিছনে কি কারণ লুকিয়ে আছে? সেটাই এখনও পরিস্কার নয় বিজ্ঞানীদের কাছে। তাঁরা জানার চেষ্টা করছেন কেন কচ্ছপগুলি এমন ডিমও পেড়েছে।
তাঁদের আরও অবাক করেছে লগারহেড কচ্ছপের বাসায় এমন ডিম মেলায়। কারণ এর আগে কেবল লেদারব্যাক কচ্ছপের বাসাতেই এমন ডিম দেখা যেত। লগারহেড কচ্ছপের বাসায় এমন ডিম দেখা যেত না। লগারহেড কচ্ছপের বাসায় এমন ডিম মিলেছে উত্তর ক্যারোলিনার সমুদ্রসৈকতে।