জিপিএস-এর দেখানো রাস্তায় এগিয়ে গাড়ি গিয়ে পড়ল উত্তাল নদীতে
জিপিএস ব্যবহার করে অনেকেই অচেনা রাস্তা ধরেও পৌঁছে যান গন্তব্যে। কিন্তু সেই জিপিএস যে কখনও কখনও মরণ ফাঁদও পেতে রাখে তা এই ঘটনা দেখিয়ে দিল।
জিপিএস-কে অন্ধের মত বিশ্বাস করা কি যায়? অচেনা পথ ধরে গন্তব্যে পৌঁছে যেতে মানুষের এখন আর কাউকে বারবার জিজ্ঞেস করতে হয়না। কেবল ফোনে জিপিএস অন করে নিলে সেই রাস্তা চিনিয়ে নিয়ে যায়।
প্রযুক্তির এই সুবিধার নিচে কিন্তু অন্ধকারও লুকিয়ে আছে। জিপিএস অনেক সময় কিন্তু জীবনও কেড়ে নিতে পারে। তার উদাহরণ হয়ে রইল একটি ঘটনা।
মেয়ের ৯ বছরের জন্মদিনে হৈচৈ করে অন্য এক গন্তব্যের দিকে ছুটে চলেছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। রাতের অন্ধকারেও সঠিক গন্তব্যে পৌঁছে যেতে তিনি জিপিএস অন করে রাস্তা চিনে নিচ্ছিলেন। জিপিএস যে রাস্তা তাঁকে দেখাচ্ছিল সেই পথ ধরে এগোচ্ছিলেন তিনি। এভাবেই জিপিএস-এর দেখানো পথ নির্দেশ মেনে তিনি একটি ব্রিজে ওঠেন।
ব্রিজটি একটি নদীর ওপর দিয়ে গেছে। তিনি ব্রিজটি ধরে এগোতে থাকেন। বেশ কিছুটা এগিয়ে আচমকাই তিনি বুঝতে পারেন যে সামনে আর কিছু নেই। কিন্তু তখন আর কিছু করার নেই।
গাড়ি সোজা গিয়ে পড়ে তলা দিয়ে বয়ে যাওয়া উত্তাল নদীতে। যেখানে পড়ার পর আর বাঁচার আশা ছিলনা। আদপে ওই ব্রিজটি অনেক বছর আগেই ভেঙে গিয়েছিল।
ব্রিজটির মাঝখান থেকে ফাঁকা। সেই অংশ কবেই ভেঙে নেমে গেছে। তারপর থেকে পরিত্যক্ত ব্রিজ হয়েই পড়েছিল সেটি। আর সেই ব্রিজ ধরতেই নির্দেশ দিয়েছিল জিপিএস-এর পথ নির্দেশ। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। মৃতের নাম ফিল প্যাক্সন।