যাবতীয় নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শুক্রবার ফের ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষোভ প্রকাশ করেছে জাপান।
বারবার মানা করা সত্ত্বেও পরমাণু অস্ত্র পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ায় বৃহস্পতিবারই তাদের ওপর কড়া নিষেধাজ্ঞায় সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিষেধাজ্ঞা জারি করেছে রাষ্ট্রসংঘও। সেই নিষেধাজ্ঞা জারির পর ২৪ ঘণ্টাও কাটল না। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম প্রশাসন। নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানানোই এদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণ হিসাবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা। এদিন ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পরীক্ষা করে পিয়ংইয়ং।