ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। এদিন উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসানের কাছে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর অবশেষে সঠিক নিশানায় আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। মার্কিন নিষেধাজ্ঞা থেকে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা। কোনও কিছুকেই যে তারা তোয়াক্কা করে না তা জাহির করতেই পিয়ংইয়ং পরপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে বলে দাবি করছেন অন্তর্জাতিক বিশেষজ্ঞেরা।