
এবার খোদ মার্কিন মুলুকে পরমাণু হানার হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। কিম প্রশাসনের তরফে দাবি করা হয়েছে তারা একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক রকেট ইঞ্জিন পরীক্ষা করেছে। এই পরীক্ষা সফলও হয়েছে। এই সাফল্যের ফলে তাদের দেশে বসেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর পরমাণু হানার ক্ষমতা তৈরি হয়ে গেল। যদিও সত্যিই পিয়ংইয়ং এমন কোনও পরীক্ষায় সাফল্য পেয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়। বরং দক্ষিণ কোরিয়ার দাবি ঠিকঠাক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক রকেট ইঞ্জিন উত্তর কোরিয়ার হাতে নেই। যদিও আর্ন্তজাতিক বিশেষজ্ঞদের দাবি, পিয়ংইয়ংয়ের দাবি সত্যি হলে তারা উন্নত যুদ্ধাস্ত্রের ভান্ডার হিসাবে যথেষ্ট শক্তিশালী জায়গায় পৌঁছে গেল।