আন্তর্জাতিক মহলের চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। মঙ্গলবার মধ্যরাতে পরমাণু যুদ্ধাস্ত্র বহনে সক্ষম ‘হোয়াজং-১৫’ আইসিবিম ক্ষেপণাস্ত্রটি সাইন নি অঞ্চল থেকে ছোঁড়া হয়। প্রায় ১০০০ কিলোমিটার অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা ১৩০০০ কিলোমিটার পর্যন্ত। এটির সফল উৎক্ষেপণের ফলে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর নাগালের মধ্যে চলে এল বলে দাবি করেন কিম।
উত্তর কোরিয়ার এদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই পরিস্থিতিকে কীভাবে সামলাতে হয় তা মার্কিন যুক্তরাষ্ট্র ভাল করেই জানে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলে জাপানকেও আশ্বস্ত করেন ট্রাম্প। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দক্ষিণ কোরিয়াও ৩টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এদিন পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে।