ফের পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিন একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করে তারা। ফলে কোরিয়ান পেনিনসুলা জুড়ে যুদ্ধ সম্ভাবনা আরও প্রবল হল বলেই মনে করেছেন বিশেষজ্ঞেরা।
কোনও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বারবার পরমাণু অস্ত্র পরীক্ষা করায় পিয়ং ইয়ংকে পাল্টা হুমকি দিতে যৌথ মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। এখনও পর্যন্ত সিওল-ওয়াশিংটনের এত বৃহৎ আকারের যৌথ মহড়া কখনও হয়নি। কার্যত কিমকে চাপে রাখতেই এই সেনা মহড়ার বন্দোবস্ত বলে মেনে নেন বিশেষজ্ঞেরা। যদিও তাতে কিমকে যে নিরস্ত করা যায়নি তা এদিনের পদক্ষেপ থেকেই স্পষ্ট।