পরমাণু বর্জ্য আমেরিকায় ফেলে আসার হুমকি দিল উত্তর কোরিয়া। একটি হুমকি প্রোপাগান্ডায় কিম প্রশাসন হুমকির সুরেই জানিয়েছে তাদের পরমাণু বর্জ্য সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আমেরিকায় ফেলে আসবে তারা। একটি চার মিনিটের ভিডিও প্রকাশ করে এই হুমকি ছুঁড়ে দিয়েছে পিয়ংইয়ং। কোনও মানার তোয়াক্কা না করে পরপর ক্ষেপণাস্ত্র ও হাইড্রোজেন বোমা পরীক্ষা করে চলেছে কিম প্রশাসন।
কথা না শোনায় রাষ্ট্রসংঘ ও আমেরিকা তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু যতই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে ততই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়ে দিচ্ছে তারা। দক্ষিণ কোরিয়াকে সরাসরি যুদ্ধের হুমকিও দিয়েছে তারা। তাদের এই বেপরোয়া মনোভাবের সাম্প্রতিকতম নিদর্শন এদিনের প্রকাশিত ভিডিও। যেখানে হুমকির পাশাপাশি তাদের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের সম্পর্কের জটিলতার কথাও তুলে ধরা হয়েছে।