কিছুটা হলেও নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার তরফে জানান হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের বাৎসরিক যুদ্ধমহড়া বন্ধ করে তাহলে তারাও তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করে দেবে। এদিন সাবমেরিন থেকে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ সফল করার কয়েক ঘণ্টার মধ্যেই এমন দাবি করেছে কিম প্রশাসন।
যদিও এটাকে কিমের আর একটা চাল হিসাবেই দেখছেন বিশেষজ্ঞেরা। কারণ সারা বিশ্ব উত্তর কোরিয়াকে ভিলেন মনে করছে। সেখানে তারা চাইছে নিজেদের ভাবমুর্তিকে কিছুটা হলেও স্বচ্ছতা দিতে। পরে অন্তত এটা তো বলা যাবে যে মার্কিন মুলুক যৌথ মহড়া বন্ধ করলেই তারা পরমাণু পরীক্ষায় ইতি টানার খোলা প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি পিয়ংইয়ং যে তাদের ওপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা নিয়ে আদৌও আতঙ্কিত নয় তা এদিন ফের একবার পরিস্কার করে দিয়েছে উত্তর কোরিয়া।