স্কুলে ছুরি নিয়ে ঢুকে পড়ল এক ছাত্র। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ঝাঁপিয়ে পড়ে ছুরি হাতে। শুরু করে কোপ। স্কুলের ছাত্ররা ওই ছাত্রের টার্গেট ছিল না। সে হামলা চালায় মূলত হাসপাতালের কর্মীদের ওপর। ৪ জন কর্মী ছুরির ঘায়ে আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
পরে ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তার ছুরিটিও বাজেয়াপ্ত করা হয়। কেন এমন হামলা তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। তবে ছাত্রটির বয়স কম বলেই জানিয়েছেন পুলিশ। তাই তার কী মনে হওয়া থেকে এমন কাণ্ড সে ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে নরওয়ের রাজধানী শহর অসলো-য়। এখানে ব্রিনসেং স্কুলে এই হামলার ঘটনা ঘটে। আপাত শান্ত দেশ হিসাবেই পরিচিত নরওয়ে। মানুষজনও শান্তিপ্রিয়। সেখানে স্কুলের এক ছাত্রের এমন ঘাতক মনোভাব নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)