Feature

পৃথিবীর শেষ রাস্তা রয়েছে, তবে সেখানে একা কেউ যেতে পারবেননা

পৃথিবীর শেষ রাস্তা। অনেকের মনে হতেই পারে এমনও রাস্তা আবার হয় নাকি। অবশ্যই হয়। আর সে রাস্তা রয়েছেও। কেবল সেখানে কারও একা যাওয়া মানা।

পৃথিবীর শেষ রাস্তা। কথাটা শুনলেই কেমন যেন রোমাঞ্চ তৈরি হয়। একটা অজানা কৌতূহল মাথাচাড়া দেয়। কোথায় সে রাস্তা? কি রয়েছে সে রাস্তায়? কোথায় গিয়ে শেষ হয় সে রাস্তা? কেন সেটা পৃথিবীর শেষ রাস্তা? এমন নানা প্রশ্ন মনের মধ্যে কিলবিল করতে থাকে।

পৃথিবীর শেষ রাস্তা কিন্তু রয়েছে। রয়েছে ইউরোপের নরওয়েতে। নরওয়েতে একটি রাস্তা রয়েছে যাকে বলা হয় ই৬৯। এই রাস্তাই হল পৃথিবীর শেষ রাস্তা।


রাস্তাটি এঁকে বেঁকে চলে গেছে দিব্যি। উত্তর মেরুর গা ঘেঁষা এই রাস্তা ১২৯ কিলোমিটারের। এ রাস্তা দেখতে সাধারণ রাস্তার মত হলেও এখানে একা যাওয়ায় মানা আছে। কেউ একা চাইলে এই রাস্তায় সফর করতে পারবেননা। কিন্তু কেন? কারণটা লুকিয়ে আছে এখানকার খামখেয়ালি আবহাওয়ায়।

এই ই৬৯ রাস্তাটি যেখান দিয়ে গেছে সেখানে সমুদ্র, সাদা বরফ, প্রবল হাওয়া, আচমকা ঝড়, তুষারপাত, সবই পাওয়া যায়। মুশকিল হল কখন কার সামনে পড়তে হবে তা আগে থেকে আন্দাজ করা মুশকিল।


তাই একা গেলে যেকোনও সময়ে এ রাস্তায় বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই প্রশাসন এই রাস্তায় কাউকে একা যাওয়ার অনুমতি দেয়না।

পৃথিবীর শেষ রাস্তায় ভ্রমণ করতে গেলে কাউকে না কাউকে সঙ্গে থাকতেই হবে। সে ব্যবস্থা করে যদি সম্ভব হয় তাহলে অনেক মানুষই চাইবেন বেঁচে থাকতে একবার অন্তত পৃথিবীর শেষ রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে আসতে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button