Sports

ফুটবল ম্যাচ বন্ধ করে দিল মাছের জিভে জল আনা পদ

একটি ফুটবল ম্যাচ বন্ধ হয়ে গেল মাছের জিভে জল আনা পদের কারণে। অনেক চেষ্টা করেও সে ম্যাচ আর চালু করা সম্ভব হয়নি।

একটা ফুটবল ম্যাচ যে মাছের জিভে জল আনা পদ স্তব্ধ করে দিতে পারে তা কেউ বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু এমনই ঘটেছে। একটি ফুটবল ম্যাচ মাঝপথে বন্ধ করতে হয়েছে মাছের একটি সুস্বাদু পদের জন্য।

২টি দলের মধ্যে খেলা শুরু হয়েছিল। সমর্থকেরা মাঠে ভিড় করেছিলেন খেলা দেখতে। এই খেলায় নতুন একটি সংযোজন হয়। খেলায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর যুক্ত করা হয়েছিল। যা রেফারিকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।


এই সুবিধা রেফারি কাজেও লাগাচ্ছিলেন। কিন্তু তাতে খেলা মাঝে মাঝে থমকে যাচ্ছিল। এটা কিছুতেই মেনে নিতে পারছিলেননা ২ দলের সমর্থকেরা। তাঁরা খেলার গতি এভাবে বারবার থমকে যাওয়ার বিরোধিতা করতে থাকেন। ক্রমশ ক্ষোভ বাড়তে থাকে।

খেলা হাফ টাইমে যাওয়ার পর মাঠ জুড়ে সমর্থকেরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা মাঠের মধ্যে টেনিস বল ছুঁড়তে থাকেন। স্মোক বলও ছোঁড়া হয়। তবে তাতে খেলা বন্ধ হতনা।


খেলা বন্ধ হয়ে গেল ফিশ কেক ছোঁড়ার পর। মাছের বিশেষ ধরনের এই পদ নরওয়েতে বেশ জনপ্রিয়। সেই ফিশ কেক একের পর এক মাঠে ছুঁড়তে থাকেন দর্শকেরা। মাঠ ভরে যায় ফিশ কেকে।

এমন অবস্থা হয় যে ওই মাঠে খেলা করানো অসম্ভব হয়ে ওঠে। ২ দলের খেলোয়াড়রাই একবার হাফ টাইমের পর মাঠে নামার চেষ্টা করেন ঠিকই, তবে লাভ হয়নি। মাঠের হাল দেখে কর্তৃপক্ষ খেলা বন্ধের কথা জানান। তখনও ২ দলের কেউই গোল করতে পারেননি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button