ফরাসি ওপেন জিতে নিলেন নোভাক জোকোভিচ। এই জয়ের হাত ধরে টেনিস দুনিয়ার বিরল ইতিহাসের পাতায় জায়গাও করে নিলেন ২৯ বছরের এই সার্বিয়ান প্রতিভা। সমসাময়িক কালে ফরাসি ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন ও উইম্বলডন জেতার অতি বিরল কৃতিত্ব পকেটে পুরে জায়গা করে নিলেন টেনিস দুনিয়ায় তাঁর দুই পূর্বসূরির সঙ্গে। ১৯৩৮ সালে প্রথম চারটি গ্র্যান্ড স্ল্যামের সবকটি জেতার কৃতিত্ব অর্জন করেন ডন বাজ। এরপর ১৯৬২ ও ১৯৬৯ সালে দুবার এই বিরল সম্মানের শিরোপা ওঠে রড লেভারের মাথায়। তারপর টেনিস দুনিয়া বহু মহারথীর খেলা দেখেছে। কিন্তু সাফল্যে ভরা কেরিয়ারে এই সম্মান কেউ জিতে উঠতে পারেননি। অবশেষে ২০১৬ সালে এসে জোকোভিচ পারলেন। এদিন ফরাসি ওপেনের ফাইনালে ক্লে কোর্টে অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারেকে হারিয়ে দেন এই মুহুর্তে বিশ্বের এক নম্বর স্থানে থাকা জোকোভিচ। মারেও কিছু কম যান না। তিনিও খাতায় কলমে বিশ্বের দু নম্বর টেনিস প্লেয়ার। এদিন প্রথম সেটে মারেই জেতেন। কিন্তু তারপর তাকে আর জিতের মুখ দেখার সুযোগ দেননি জোকোভিচ। ৩-৬ তে প্রথম সেটে হারার পর টানা তিন সেটে ৬-১, ৬-২, ৬-৪ সেটে মারেকে উড়িয়ে দেন নোভাক।
Leave a Reply