সোমবার থেকে সিওলে বসছে এনএসজির বৈঠক। যেখানে অন্যতম আলোচ্য হতে চলেছে পরমাণু সরবরাহকারী দেশের গোষ্ঠী এনএসজি-তে ভারতের প্রবেশাধিকার। এদিকে আমেরিকার পর এবার রাশিয়াও এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সওয়াল করায় ক্রমশ বিরোধিতার প্রশ্নে কোণঠাসা হচ্ছে চিন। এদিকে যে যতই সওয়াল করুক না কেন চিন ছাড়পত্র না দিলে ভারত এনএসজিতে অন্তর্ভুক্তও হতে পারবে না। এই অবস্থায় সিওলে আলোচনা শুরুর আগে চিনকে বোঝাতে কাউকে কিছু না জানতে দিয়েই চিন সফরে করলেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। গত ১৬ ও ১৭ জুন জয়শঙ্করের এই গোপন সফরের কথা এদিন স্বীকার করে নিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে ভারত সই না করায় চিন তাদের এনএসজির সদস্য পদ দিতে নারাজ। একথা সাফ জানিয়েও দিয়েছে তারা। কিন্তু যেভাবে আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় দেশগুলি এবং রাশিয়া ভারতের জন্য গলা ফাটাচ্ছে তাতে এভাবে অনড় অবস্থান ধরে রাখলে চিন একঘরে হয়ে পড়বে। এই অবস্থায় জয়শঙ্করের চিন সফর তাদের ওপর বাড়তি চাপও তৈরি করেছে। এই বছরের মধ্যেই ভারতকে এনএসজির সদস্য করতে যতদূর চেষ্টা করা যায় তা সরকারের তরফে করা হবে বলে এদিন জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেভাবে দেখতে গেলে ভারতের বিদেশ সচিবের চিন সফর সময়ের সাপেক্ষে কূটনৈতিকভাবে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
Read Next
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
National
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 21, 2024
নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
Related Articles
এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আরও আলোচনা চায় চিন
June 12, 2016
অধরাই রইল এনএসজিতে প্রবেশ
June 11, 2016
Leave a Reply