
পরমাণু সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে এবার সওয়াল করল ফ্রান্সও। ভারতের পাশে দাঁড়িয়ে ফ্রান্স জানিয়েছে ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তি বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের প্রসার রোধে একটা বড় ভূমিকা নেবে বলে মনে করছে তারা। তাই এনএসজি গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলিকে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সদর্থক সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছে ফ্রান্স। গত মঙ্গলবারই দ্বিতীয়বারের জন্য ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তির বিষয়ে এনএসজির সদস্য রাষ্ট্রগুলির কাছে আর্জি জানিয়েছে আমেরিকা। তারপরেই এদিন ফ্রান্সের পাশে দাঁড়ানো ভারতের অন্তর্ভুক্তির সম্ভাবনাকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা। অন্যদিকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে ভারত সই না করায় চিন দীর্ঘদিন ধরে বাগরা দিয়ে এলেও আন্তর্জাতিক তাবড় দেশের একের পর এক চাপের সামনে তাদের পক্ষে আর নিজেদের অবস্থানে অনড় থাকা কঠিন হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।