গত রবিবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁকে আইসিইউ-তে রাখা হয়। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন সহ বাড়ির লোকজন। নুসরত হাসপাতালে ভর্তির পর নানা বিষয় সামনে আসতে থাকে। কখনও এমন শোনা যায় যে ওষুধের ওভারডোজে এমন কাণ্ড। কখনও শোনা যায় প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছেন নুসরত। যদিও এগুলি নেহাতই রটনা বলে উড়িয়ে দেয় নুসরতের পরিবার।
নুসরতের পরিবারের তরফে দাবি করা হয়, নুসরত বহুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। কম বয়স থেকেই তাঁর হাঁপানির সমস্যা ছিল। তিনি ইনহেলারও নিতেন। কিন্তু রবিবার কোনও কারণে ইনহেলারেও কাজ হচ্ছিল না। প্রসঙ্গত গত রবিবার ছিল নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। ফলে সারাদিন তা নিয়ে হৈচৈ চলে। ওদিন সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন নুসরত। তারপরই রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
গত সোমবার সন্ধেয় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি সুস্থ আছেন। তবে তিনি সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার মত সুস্থ কিনা জানা যায়নি। এদিকে বিভিন্ন রটনায় বিরক্ত তাঁর পরিবার। পরিবারের তরফে সাফ জানানো হয়েছে কোনও ওভারডোজ, ঘুমের ওষুধ বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নয়, হাঁপানির বাড়াবাড়ি থেকেই অসুস্থ হন নুসরত।