দৈহিক সম্পর্কের পর স্ত্রী অক্টোপাসের পেটে যাওয়া থেকে বাঁচতে আশ্চর্য কৌশল নেয় পুরুষরা
দৈহিক সম্পর্কের পর নাগালে পেলে পুরুষ অক্টোপাসকে খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস। যদিও তা থেকে বাঁচতে এক অভিনব কৌশল নেয় পুরুষরা। অবাক করা সে কৌশল।

অক্টোপাস এমন একটি জলজ প্রাণ যারা দৈহিক মিলনের পর তাদের পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। অক্টোপাস প্রাণিটির অনেক প্রজাতি রয়েছে। এর মধ্যে একটি প্রজাতি হল ব্লু-লাইনড অক্টোপাস।
অন্য প্রজাতির অক্টোপাসদের পুরুষরা যখন তাদের দৈহিক মিলন করে তখন তারা জানে যে একটু সুযোগ পেলেই স্ত্রী সঙ্গী তাকে খেয়ে ফেলবে। তাই তারা একটি বাহুকে কেবল স্ত্রী অক্টোপাসের সংস্পর্শে এনে মিলন সারে। বাকি দেহটা দূরে রাখে। যাতে তাকে সহজে খেতে না পারে।
কেবল ব্লু-লাইনড অক্টোপাসরা পুরো শরীর দিয়ে মিলন করে। ফলে স্ত্রীরা কাছে পেয়ে যায় পুরুষদের। একটি গবেষণা বলছে স্ত্রীরা যাতে তাদের খেয়ে পেট ভরাতে না পারে সেজন্য পুরুষ ব্লু-লাইনড অক্টোপাস মিলনের আগেই স্ত্রী অক্টোপাসটির দেহে একধরনের শক্তিশালী বিষ প্রবেশ করায়।
যাতে স্ত্রী অক্টোপাসটি দীর্ঘ সময়ের জন্য ঝিমিয়ে পড়ে। এতে তাদের আর সঙ্গী পুরুষ অক্টোপাসটিকে খাওয়ার মত শক্তি থাকেনা। পুরুষটিও মিলনের পর দূরে পালাতে পারে।
নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে। যেখানে ব্লু-লাইনড অক্টোপাসের পুরুষদের এই বিষ ঢেলে দেওয়ার প্রবণতার কথা সামনে এসেছে।
প্রসঙ্গত অক্টোপাস এমন এক জলজ প্রাণি যাদের স্ত্রীরা পুরুষদের চেয়ে দ্বিগুণ চেহারার হয়। তাদের শক্তিও বেশি হয়। তাই পুরুষদের মিলনের পর নাগালে পেলে তাদের খেয়ে ফেলতে স্ত্রীদের বেশি কষ্ট করতে হয়না।