বাঘটা গেল কোথায়, সারারাত ঘুরে ফিরতে হল দুশ্চিন্তা নিয়ে
এতটুকু সময় নষ্ট না করে বাঘের খোঁজে বেড়িয়ে পড়েছিলেন তাঁরা। কিন্তু সারারাত খুঁজেও খালি হাতেই ফিরতে হল। তবে চিন্তাটা রয়েই গেল।
প্রায় রাত। তখনই আসে ফোনটা। ফোনের ওপার থেকে জানানো হয় স্থানীয় বিশ্ববিদ্যালয় চত্বরের কাছেই একটি বাঘকে দেখতে পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সহ অনেকে রয়েছেন। আশপাশে অনেক বাড়িঘর। সেখানে সাধারণ মানুষের বাস।
সেখানে কিনা বাঘ! সে বাঘ কারও কোনও ক্ষতি করার আগেই তাকে পাকড়াও করতে সময় নষ্ট না করে রাতেই বেড়িয়ে পড়ে পুলিশ। তারপর শুরু হয় গোটা এলাকা জুড়ে তল্লাশি।
রাস্তাঘাট থেকে শুরু করে ঝোপ, জঙ্গল সর্বত্র নজরদারি চলতে থাকে। কোথাও গেল বাঘটা? কোথায় গা ঢাকা দিল? কারও বাড়িতে ঘাপটি মেরে লুকিয়ে নেই তো? নানা প্রশ্ন উঁকি দিতে থাকে তল্লাশিতে বার হওয়া পুলিশকর্মীদের মনে।
গোটা এলাকার কোণা কোণা তল্লাশি করেও কিন্তু তাঁদের হতাশ হতে হয়। সারারাত ধরে তন্নতন্ন করে খুঁজেও কোনও বাঘের টিকিটিও দেখতে পাননি তাঁরা। অগত্যা খালি হাতেই ফিরতে হয়।
তবে একটা চিন্তা থেকেই যায়। কোথায় যে বাঘটা লুকিয়ে আছে? সেই সঙ্গে আরও একটা প্রশ্নও উঠতে শুরু করে মনে। আদৌ কোনও বাঘ সত্যিই ওই এলাকায় ঘুরছিল তো? নাকি যিনি ফোন করেছিলেন তিনি ভুল দেখেছেন? সেটাও তো হতে পারে!
এই বাঘ তল্লাশির ঘটনা ঘটেছে আমেরিকার ওহিও নদীর গা ঘেঁষে থাকা বিখ্যাত শহর সিনসিনাটিতে। এই শহরেই রয়েছে সিনসিনাটি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের ধারেকাছেই বাঘের দেখা পাওয়া গেছে বলে ফোন আসে পুলিশের কাছে।
এদিকে সেখানেই রয়েছে সিনসিনাটি চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানাও নিশ্চিত করে যে তাদের খাঁচায় থাকা ২টি বাঘই রয়েছে। তারা চিড়িয়াখানার বাইরে বা খাঁচার বাইরে বার হয়নি।