World

মজা পেতে ৪০০ জনকে হত্যার হুমকি, গ্রেফতার কিশোরী

৪০০ জনকে হত্যা করবে সে। নেহাত মজা পেতেই একাজ করতে চায়। যারমধ্যে অধিকাংশই তার পুরনো স্কুলের লোকজন। এক কিশোরীর এমন হুমকি রীতিমত নাড়িয়ে দিল গোটা শহরকে। যদিও সে তার এই অভিলাষ পূরণ করতে পারেনি। তার আগেই গ্রেফতার করা হয়েছে ১৮ বছরের অ্যালেক্সিস উইলসনকে। তাদের একটি বন্দুক সহ গ্রেফতার করেছে পুলিশ। বিচারে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

মার্কিন মুলুকের ওকলাহোমার বাসিন্দা ওই কিশোরী একটি সেমিঅটোমেটিক একে-৪৭ বন্দুকও জোগাড় করে হত্যালীলার জন্য। সেই বন্দুক সে তার ২ সহকর্মীকে দেখায়। যে পিৎজা রেস্তোরাঁতে সে কাজ করে সেখানে তার সঙ্গে কর্মরত ২ বন্ধুকে সে বোঝাতে শুরু করেছিল কেন আগ্নেয়াস্ত্রকে ভয় পেতে নেই! সেকথা পুলিশের কাছে জানিয়েছেন উইলসনের ২ সহকর্মী। তাঁরা এও জানিয়েছেন যে উইলসন তাঁদের বন্দুক হাতে নিজের ছবিও দেখিয়েছিল।


পুলিশ জানাচ্ছে, স্কুল ছুট অ্যালেক্সিস যখন স্কুলে ছিল তখন তাকে অনেকে বিরক্ত করত। তাদের প্রতি একটা জমা রাগ তার ছিল। স্কুল ছুট হওয়ার পরও তার সেই রাগ কমেনি। সেই রাগের কথা তার সহকর্মীদের জানিয়েও ছিল সে। জানিয়েছিল সে তার স্কুলের সেসব সহপাঠী ও অন্য লোকজনকে হত্যা করবে। ৪০০ জনকে হত্যা করবে সে। অধিকাংশই তার সেই পুরনো স্কুলের। আপাতত গারদের পিছনে জায়গা হয়েছে অষ্টাদশী কিশোরীর। বিচার শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button