World

বনমানুষের মত বিশাল পায়ের প্রাণি রয়েছে, ছবি তুলে দাবি এক ব্যক্তির

কোনও কল্পনা নয়। বাস্তবে সে রয়েছে। এমনই দাবি করলেন এক ব্যক্তি। তিনি সেটির দেখাও পেয়েছেন। ছবি দেখিয়ে দাবি এক ব্যক্তির।

বিগফুট বা সাসকোয়াচ নামে একধরনের প্রাণি উত্তর আমেরিকায় আছে বলে ধরে নেওয়া হয়। এই প্রাণির পা সুবিশাল হয়। চেহারাটা বনমানুষের মতন। যেমনটা ছবিতে দেখা যায়। এরা অনেকটাই সোজা হয়ে হাঁটে। ঝুঁকে নয়। পায়ের পাতা ২৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ৮ ফুট চওড়া হয়।

তাদের পায়ের পাতার ছাপও নাকি অনেক জায়গায় পাওয়া গিয়েছে। স্থানীয় পৌরাণিক গাথা, লোককথায় এই প্রাণির উল্লেখও পাওয়া যায়। কিন্তু বাস্তবে কি তা আছে? ইয়েতির মত এও বহুদিনের এক প্রশ্ন।


তবে ওকলাহোমার উইচিতা পর্বতে চড়ার সময় এক পর্বতারোহী তাঁর ক্যামেরায় যে ছবি বন্দি করেছেন তাতে এই প্রশ্ন নিয়েই প্রশ্ন উঠে গেল। তাঁর দাবি, বিগফুট রয়েছে। দিব্যি ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তিনি তার দেখা পেয়েছেন।

ওটা তাঁর জীবনের সবচেয়ে আতঙ্কের মুহুর্ত ছিল। তাই লুকিয়ে ছবি তুলতে গিয়ে কিছুটা হাত নড়েছে। তবু এই ছবিকেই ধরা হচ্ছে বিগফুটের সবচেয়ে পরিস্কার পাওয়া ছবি বলে।


ওই ব্যক্তির দাবি ঘিরে রীতিমত হইচই পড়ে গেছে। অনেকেই মনে করছেন তাহলে অবাস্তব নয়, সত্যিই বিগফুট রয়েছে! যদিও সবাই যে এটা মেনে নিচ্ছেন তা নয়।

অনেকের দাবি, এ ছবি সাজানো। হাঁটার সময় পায়ের পেশিতে কোনও ভাঁজ নেই ওই প্রাণির! এমন নানা বিষয় তুলে ধরছেন তাঁরা। তবে এই ছবি ইন্টারনেটে ভালই ছড়িয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button