Sports

রাস্তায় যানজট, ২ দেশের ক্রিকেট ম্যাচে কমিয়ে দেওয়া হল ওভার

রাস্তায় যানজটের জন্য কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ওভার কমানো হতে পারে তা ভাবনার অতীত। কিন্তু এবার সেটাই দেখতে পাওয়া গেল।

শহরে ম্যারাথন প্রতিযোগিতা রয়েছে। রাজপথ ধরেই ম্যারাথন। ফলে শহরের বেশ কয়েকটি রাস্তা বন্ধ। গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে সেসব রাস্তায় আবার যানজট চরম আকার নিয়েছে।

এই দিনেই আবার ওমানের রাজধানী শহর মাস্কাটে ছিল একটি ক্রিকেট ম্যাচ। বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ইউএস ক্রিকেটের তরফে সাবেক ট্যুইটার অধুনা এক্স-এ জানানো হয় অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই ম্যাচে টস হতে দেরি হয়।


ফলে ওভার কমিয়ে খেলানোর সিদ্ধান্ত হয়েছে। মার্কিন ক্রিকেট সংস্থা কারণ খোলসা না করলেও মার্কিন এক সাংবাদিক তাঁর এক্স হ্যান্ডলে কারণটি পরিস্কার করে দিয়েছেন।

তিনি লিখেছেন, মাস্কাট শহরে এদিন একটা ম্যারাথন প্রতিযোগিতা ছিল। এজন্য রাস্তা বন্ধ ছিল। ফলে ২টি দলের বাস স্টেডিয়াম পর্যন্ত পৌঁছতেই অনেক দেরি হয়ে যায়। যানজটে আটকে পড়ে টিম বাস।


দেরিতে ২টি দলই আল আমিরাত স্টেডিয়ামে পৌঁছয়। ফলে টস দেরি হয়। সঠিক সময় পার হয়ে যাওয়ায় ম্যাচের ওভার কমিয়ে ৪৩-এ নামিয়ে আনা হয়। ২টি দল ৪৩ ওভার করে পায়।

রাস্তায় যানজটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের একটি ম্যাচ এভাবে বিলম্বিত ও বহরে ছোট হয়ে যাওয়ার ঘটনা খুব একটা দেখা যায়নি। খেলায় নামিবিয়াকে সেভাবে দাঁড়াতেই দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। সহজ জয় পায় তারা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button