
অনেক লড়েও জেল হেফাজত এড়াতে পারলেন না ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস। বুধবার অস্কারকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় দক্ষিণ আফ্রিকার আদালত। সাজার কথা শোনার পরই ভেঙে পড়েন অস্কার। তাঁকে জেলে নিয়ে যাওয়ার আগে বোন অ্যামি ও ভাই কার্লকে জড়িয়ে ধরেন তিনি। ২০১৩ সালে বান্ধবীকে গুলি করে খুনের ঘটনা অভিযুক্ত হন পিস্টোরিয়াস। যদিও পিস্টোরিয়াসের দাবি ছিল তিনি ইচ্ছে করে খুন করেননি। বাইরের কেউ বাড়িতে ঢুকে পড়েছে ভেবে তিনি গুলি চালিয়েছিলেন। যদিও বিচারপতি জানান, অস্কার যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল তা মারাত্মক। বাথরুমে কেউ আছে জেনেও তিনি পরপর চারটি গুলি চালান এবং কোনও ওয়ার্নিং শট ছাড়াই এই চারটি গুলি তিনি করেন। এক্ষেত্রে তাঁকে নির্দোষ বলা যায়না।