এলাম, দেখলাম, জয় করলাম। ৯০ বছর ধরে অস্কারের মঞ্চে এমনটা কেউ না কেউ করেই থাকে। যেমন, অস্কারের ঝুলি শূন্য করে স্বর্ণপুরুষকে একসময় ঘরে তুলেছিল ‘টাইটানিক’। দুটো বা তিনটে নয়। একেবারে ১১টি অস্কার লুঠ করেছিল ‘টাইটানিক’ টিম। ১১টি অস্কার জয় করে বিশ্ববাসীকে থ করে দিয়েছিল ‘দ্যা লর্ড অফ দ্য রিংস: রিটার্ন অফ দ্যা কিং’। সেই রেকর্ড ভাঙতে না পারলেও প্রতি বছর কেউ না কেউ অস্কার জয়ে চার ছক্কা তো হামেশাই হাঁকায়। ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মঞ্চেও তার ব্যতিক্রম ঘটলনা।
এবারের অস্কার প্রদান অনুষ্ঠানে জমিয়ে চার মেরেছে ‘দ্য শেপ অফ ওয়াটার’। ১১টা নমিনেশন। তার মধ্যে ৪টিতে সেরার সেরা পুরস্কার দখলে রেখেছে গিলের্মো দেল তোরো পরিচালিত ছবিটি। সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অরিজিনাল স্কোর আর সেরা প্রোডাকশন ডিজাইন, এই ৪ বিভাগেই শেষ হাসি হেসেছে ‘দ্য শেপ অফ ওয়াটার’। অস্কার জয়ের লড়াইয়ে ২০১৮-র সেরা ছবির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা ‘ডানক্রিকের’ ঘরে গেছে ৩টি পুরস্কার। সেরা সম্পাদনা, সেরা সাউন্ড মিক্সিং আর সেরা এডিটিং। অস্কার দখলের লড়াইয়ে পিছিয়ে নেই বিচারক ও দর্শকদের মন জয় করে নেওয়া ‘ডার্কেস্ট আওয়ার’, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’, ‘ব্লেড রানার টু জিরো ফোর নাইন’। এদের প্রত্যেকেই ২টি করে অস্কার দখলে রেখেছে।