দৌড়ে ছিল ‘রোমা’, ‘এ স্টার ইজ বর্ন’, ‘বোহেমিয়ান ব়্যাপসডি’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ব্ল্যাক্লানসম্যান’, ‘দ্যা ফেভারিট’, ‘ভাইস’। একের পর এক সেরা সিনেমা। কিন্তু এই সব সিনেমাকেই পিছনে ফেলে ৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা সিনেমার শিরোপা পেল গ্রিন বুক। ১৯৬০ সালে মার্কিন মুলুকের পটভূমিতে তৈরি এই সিনেমায় উঠে এসেছে জাতিগত সম্পর্কের কথা। সিনেমাটির সঙ্গে তাহলে ভারত যোগ কোথায়? ভারত যোগ রয়েছে। কারণ এই সিনেমার পিছনে রয়েছে অনিল আম্বানির রিলায়েন্স এন্টারটেনমেন্টের অ্যাম্বলিন এন্টারটেনমেন্ট।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমায় বন্ধুত্ব ও সম্পর্কের কথা উঠে এসেছে খুব বলিষ্ঠভাবে। সিনেমার প্রয়োজক জিম বুর্ক জানিয়েছেন, তাঁরা সিনেমাটি খুব যত্ন করে তৈরি করেছেন। ভালবেসে তৈরি করেছেন। সিনেমার পরিচালক পেতে ফারেলি।
গ্রিন বুক শুধু সেরা সিনেমার পুরস্কারই ঝুলিবন্দি করেনি। সেইসঙ্গে আরও ২টি অস্কার জিতে নিয়েছে এই সিনেমা। সেরা সাপোর্টিং অ্যাক্টর হিসাবে পুরস্কার পেয়েছেন মাহেরশালা আলি। অন্যদিকে অরিজিনাল স্ক্রিনপ্লে-র জন্যও অস্কার জিতেছে গ্রিন বুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা