অস্কারের মঞ্চ মানেই সিনেমা জগতের চোখ আটকে থাকা। সিনেমা, তথ্যচিত্র, ছোট সিনেমা, সুর, গান, সিনেমার প্রযুক্তিগত দিক সহ বিভিন্ন ক্ষেত্রে সেরার সেরা হওয়ার লড়াই জেতা একটা অন্যতম লক্ষ্য। এই জগতের সব মানুষের কাছেই অস্কার জেতা একটা স্বপ্ন। সেই স্বপ্ন সফল হওয়ার দিনে তাই বিজেতাদের চোখ ভিজল আনন্দের অশ্রুতে। কেউ হয়ে পড়লেন আবেগ প্রবণ। কেউ আবার খুশি কিভাবে প্রকাশ করবেন বুঝে উঠতে পারলেন না। কারও আবার পুরো অনুষ্ঠানটা হাততালি দিয়েই কেটে গেল। অপেক্ষা রইল পরের বারের।
৯১ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ থেকে এবার যাঁরা পুরস্কার জিতে নিলেন সেই তালিকাটা একবার দেখে নেওয়া যাক।
সেরা সিনেমা – গ্রিন বুক, সেরা পরিচালক – আলফানসো কুয়ারো (রোমা সিনেমার জন্য), সেরা অভিনেতা – রামি মালেক (বোহেমিয়ান ব়্যাপসডি সিনেমার জন্য), সেরা অভিনেত্রী – অলিভিয়া কোলম্যান (দ্যা ফেভারিট সিনেমার জন্য), সেরা সহ অভিনেতা – মাহেরশালা আলি (গ্রিন বুক সিনেমার জন্য), সেরা বিদেশি ভাষার সিনেমা – রোমা, সেরা সিনেমাটোগ্রাফি – রোমা, সেরা পোশাক পরিকল্পনা – রুথ ই কার্টার (ব্ল্যাক প্যান্থার সিনেমার জন্য), অরিজিনাল স্ক্রিনপ্লে – গ্রিন বুক, সেরা অরিজিনাল স্কোর – লুডউইগ গোরানসন (ব্ল্যাক প্যান্থার সিনেমার জন্য)
সেরা মেক-আপ এর জন্য এবার অস্কার জিতে নিয়েছেন গ্রেগ ক্যানম। ভাইস সিনেমার মেক-আপ এর জন্য এই সম্মান পেলেন তিনি। তবে এটাই প্রথম নয়। এর আগে তিনি ৩ বার অস্কার জিতেছেন। ভাইস তাঁকে এনে দিল চতুর্থ অস্কার। এই গ্রেগ ক্যানম আবার ঋষি কাপুর ও তাঁর স্ত্রী নীতু সিং-এর ‘কাপুর এন্ড সন্স’ সিনেমার মেক আপ আর্টিস্ট ছিলেন। ফলে তিনি এদিন অস্কার জয়ের পরই তাঁকে ট্যুইট করে অভিনন্দন জানান ঋষি কাপুর ও নীতু সিং।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)