
এক মার্কিন পর্যটককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল উত্তর কোরিয়ার শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে একটি প্রোপাগাণ্ডা ব্যানার চুরির অভিযোগ ছিল। উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্টে ওটো ওয়ার্মবিয়ের কাঁদতে কাঁদতে নিজের দোষ স্বীকার করেছেন বলেও দাবি করেছে পিয়ংইয়ং। কিম প্রশাসনের দাবি মার্কিন গুপ্তচর হিসাবেই তাদের দেশে ঢুকেছিলেন ওটো। তাদের আরও দাবি, ওটো বলে নয়, প্রায়ই নানা অছিলায় দক্ষিণ কোরিয়া ও আমেরিকার গুপ্তচরের উত্তর কোরিয়ায় ঢুকছে। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় মার্কিন এক পর্যটককে এভাবে কারাদণ্ডের নির্দেশ যে অবস্থা আরও জটিল করে তুলবে তা মেনে নিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা।