প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা হয়েছিল পদ্ম সম্মান। এ বছর বিভিন্ন ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করার জন্য ১১১ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়। এঁদের মধ্যে ৪৭ জনের হাতে গত ১১ মার্চ পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার বাকি ৫৪ জনের হাতে এই সম্মান তুলে দিলেন তিনি। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে শনিবার রাষ্ট্রপতি এঁদের হাতে পদ্ম সম্মান তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ অনেকে।
তবলা বাদক স্বপন চৌধুরী থেকে শুরু করে অভিনেতা মনোজ বাজপেয়ী, লারসেন এন্ড টুবরোর চেয়ারম্যান অনিল কুমার নায়েক, আরএসএস নেতা দর্শন লাল জৈন, ফটোগ্রাফার অনুপ শাহ, বিজ্ঞানী এ নাম্বি নারায়ণ সহ ৫৪ জন বিভিন্ন ক্ষেত্রের দিকপালকে এদিন পদ্ম সম্মানে ভূষিত করা হয়।
রাষ্ট্রের দেওয়া দেশের সর্বোচ্চ সম্মান পদ্ম সম্মান। যা অসামরিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাশালীদের প্রতি বছরই প্রদান করা হয়। এ বছর প্রাথমিকভাবে ৫০ হাজার মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে থেকে বেছে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। তারপর ২ ধাপে পদ্ম সম্মান সকলের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)