অরিজিৎ সিং, মমতা শঙ্কর সহ বাংলার ৯ জনকে পদ্মসম্মান, নজর কাড়লেন গোকুল দাস
বাংলার ৯ জন এবছর পদ্মসম্মান পাচ্ছেন। যে তালিকায় সবচেয়ে বড় চমক গোকুলচন্দ্র দাস। যাঁর কাজ ঘিরে চর্চা বহুদিনের।
প্রথা মেনেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হল চলতি বছরের পদ্মসম্মানের তালিকা। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য এবার মোট ১৩৯ জন পদ্মসম্মানে ভূষিত হচ্ছেন। এরমধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন, পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন এবং পদ্মশ্রী পাচ্ছেন ১১৩ জন।
পদ্মবিভূষণ বা পদ্মভূষণ প্রাপকদের তালিকায় বাংলার কেউ না থাকলেও বাংলা থেকে ৯ জন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন। যে তালিকায় সবচেয়ে বড় চমক গোকুলচন্দ্র দাস।
পেশায় ঢাকশিল্পী গোকুলচন্দ্রের সবচেয়ে বড় পরিচিতি তাঁর ঢাক বাজানো নয়। বরং বাংলার মেয়েদের ঢাক শিল্পে প্রশিক্ষিত করে তোলা। একটা প্রচলিত ধারনার বাঁধ ভেঙে পুরুষরাই কেবল ঢাক বাজাতে পারেন এমন ধারণাকে ভেঙে তিনি শতাধিক মহিলাকে ঢাক বাজানো শিখিয়েছেন।
গোকুলচন্দ্র দাসের সবচেয়ে বড় সাফল্যই মহিলাদের ঢাকবাদ্য শিল্পে এগিয়ে আনা। তাঁরাও ঢাক বাজাতে পারেন এটা সমাজের সামনে তুলে ধরা। তিনি পাচ্ছেন এবার পদ্মশ্রী সম্মান।
এবার বাংলা থেকে যে ৯ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সে তালিকায় রয়েছেন গায়ক অরিজিৎ সিং, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজঙ্কা, আধ্যাত্মিক ব্যক্তিত্ব কার্তিক মহারাজ, সরোদ বাদক তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সমাজসেবী বিনায়ক লোহানি এবং ঢাকবাদক গোকুলচন্দ্র দাস।
এছাড়াও ২ বাঙালি পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। এঁদের একজন বাণিজ্য ক্ষেত্রে অরুন্ধতী ভট্টাচার্য মহারাষ্ট্র থেকে পাচ্ছেন পদ্মসম্মান। অন্যদিকে ত্রিপুরা থেকে সাহিত্যে পদ্মশ্রী পাচ্ছেন অরুণোদয় সাহা।