আগামী ২৫ জানুয়ারি নাকি মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির বহু বিতর্কিত সিনেমা পদ্মাবত। যার প্রথমে নাম ছিল পদ্মাবতী। ভায়াকম ১৮ মোশন পিকচার্সের তরফে এখনও তেমন কোনও ঘোষণা না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যেই ২৫ জানুয়ারি মুক্তির কথা চাউর হয়ে গেছে। কেন ২৫ জানুয়ারি? ওই সময়ে একটা বড় ছুটি রয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার, পরের ২ দিন শনি ও রবিবার। ফলে ওই সময়ে ছবি রিলিজ করলে তা বড় বাজার পেতে পারে। যদিও ওই দিন পদ্মাবত রিলিজ হলে তাকে লড়াই দিতে হবে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’-এর সঙ্গে। সেটাও বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, প্রযোজক সংস্থা ভায়াকম ১৮ মোশন পিকচার্স এই সপ্তাহেই পদ্মাবত রিলিজের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে।
পদ্মাবত (পূর্বতন পদ্মাবতী) সিনেমার শ্যুটিং শুরুর পর থেকেই কখনও করণী সেনার তাণ্ডব, কখনও সেটে আগুন, কখনও দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি, কখনও দীপিকা ও সঞ্জয় লীলা বনশালির গলা কাটার হুমকি। একের পর এক বাধার মুখে পড়েছে সিনেমাটি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অবশেষে সেন্সর বোর্ডের নির্দেশে পদ্মাবতীর নাম বদলে সিনেমার নাম পদ্মাবত করা হয়। বেশ কিছু অংশ কাটছাঁটের পর ছবিটিকে রিলিজের অনুমতি দিয়েছে বোর্ড। কিন্তু এখনও যে ফাঁড়া কেটেছে এমন নয়। ইতিহাস বিকৃতির অভিযোগ করে করণী সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সেন্সর বোর্ড সার্টিফিকেট দিলেও এই সিনেমা হলে এলে সেই হল তাঁরা জ্বালিয়ে দেবেন। হবে ভাঙচুর। ফলে রিলিজ যেদিনই হোক, উত্তেজনা সৃষ্টির ফাঁড়া এখনই কাটছে না।