যে সিনেমা হলে ‘পদ্মাবত’ মুক্তি পাবে, সেখানেই আগুন জ্বলবে। এটা তাদের শেষ সতর্কবার্তা। এরপরও পদ্মাবত প্রদর্শন বন্ধ না হলে তার ফল ভুগতে হবে। এদিন এইভাষাতেই হুংকার দিলেন রাজপুত জাতিগোষ্ঠীর নেতারা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত পদ্মাবত সিনেমার ওপর কোনও রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করতে পারেনা। কারণ সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। বৃহস্পতিবার নির্দেশ সামনে আসার পরই ফের সবর হল রাজপুত জাতিগোষ্ঠী। তাদের দাবি, দেশ জুড়েই পদ্মাবত প্রদর্শন বন্ধ করতে হবে। কোনও হলেই রিলিজ করা যাবে না এই সিনেমা। দেশ জুড়ে ব্যান করতে হবে এই সিনেমাকে।
পদ্মাবতের শ্যুটিংয়ের সময় থেকেই এই সিনেমা তৈরির ওপর আক্রমণ হানা রাজপুত করণী সেনার তরফে সব সামাজিক সংগঠনকে এই সিনেমার বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের কাছেও আহ্বান জানিয়ে করণী সেনার আবেদন, মানুষ যেন যে সব সিনেমা হলে এই সিনেমা মুক্তি পাবে তার সামনে প্রতিরোধ গড়ে কার্ফুর মত পরিস্থিতি তৈরি করেন। সেইসঙ্গে এই সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন করণী সেনার নেতারা।
এছাড়া পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোন বা পরিচালক সঞ্জয় লীলা বনশালির মুণ্ডচ্ছেদ করতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন হরিয়ানার রাজনীতিবিদ সুরজ পাল আমু। পাশাপাশি তিনি আগাম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পদ্মাবত সিনেমা হলে প্রদর্শিত হলে আগুন জ্বলবে। ফলে পদ্মাবতের মুক্তি যে আর পাঁচটা সিনেমার মুক্তির মত হবে না তা বিলক্ষণ বুঝতে পারছেন সিনেমার প্রযোজক, পরিচালক থেকে আমজনতা সকলেই।