পদ্মাবতী ইস্যুতে সিনেমার নামভূমিকায় অভিনয় করা দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি আগেই দিয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দিলেন হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু। বিজেপি নেতা বলেন, ‘রাক্ষসী প্রবৃত্তির যেসব মহিলা হন, যেমন সূর্পণখা ছিলেন, সূর্পণখার চিকিৎসা লক্ষ্মণ নাক কেটে করেছিলেন, মমতাজি যেন একথা না ভোলেন’। কোট আনকোট আমুর বক্তব্যের এককথায় মানে হল মমতার নাক কাটার হুমকি।
পদ্মাবতী বিতর্কে সিনেমাটির পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও তাঁর টিমকে রাজ্যে আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে পদ্মাবতী সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও রিলিজের বন্দোবস্ত রাজ্য সরকার করবে। রাজ্য এটা করতে পারলে খুশি হবে। গর্ব অনুভব করবে। পদ্মাবতী বিতর্ককে সামনে রেখে নাম না করে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের বাকস্বাধীনতা ধ্বংস করতে এটি একটি বিশেষ দলের হিসেবি পরিকল্পনা।