‘পদ্মাবতী’ বিতর্কে বলিউডের অনুকরণে টলিউডেও এবার ১৫ মিনিটের প্রতীকী কর্মবিরতির ডাক। ডাক দিয়েছেন কলাকুশলী থেকে টেকনিশিয়ান সকলেই। পদ্মাবতী সিনেমার রিলিজ নিয়ে যেভাবে জল ঘোলা হচ্ছে, যেভাবে অভিনেত্রী থেকে পরিচালককে কখনও নাক কাটা, কখনও মাথা কাটার হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিবাদে বলিউড যে এককাট্টা তার প্রমাণ দিতে গত রবিবার বিকেলে ১৫ মিনিটের জন্য ব্ল্যাকআউট প্রতিবাদের পথে হেঁটে তাঁরা বুঝিয়ে দিয়েছেন। তার ঠিক পরদিন সেই একই পথ অনুসরণ করল টলিউড।
এদিন পরিচালক গৌতম ঘোষ, চিত্রতারকা প্রসেনজিত চট্টোপাধ্যায় একসঙ্গে বসে জানিয়ে দেন আগামী মঙ্গলবার বেলা ১২টা থেকে সওয়া ১২টা পর্যন্ত টলি পাড়ার সর্বত্র কাজ বন্ধ থাকবে। এটাই তাঁদের প্রতিবাদ। প্রসেনজিতের কটাক্ষ, এবার কি তবে কোনও সিনেমা করার আগে কয়েকজন ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে তবে সিনেমা বানাতে হবে পরিচালকদের? তাঁদের কী কোনও স্বাধীনতা থাকবে না? আক্ষেপের সুরেই প্রসেনজিত জানান, যা হচ্ছে তাতে আগামী দিনে সিনেমা করাই বন্ধ হয়ে যাবে।