গত সোমবারই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার তা পালিত হল। সদা ব্যস্ত টলিপাড়ায় সিনেমা থেকে টিভি, সবকিছুর কাজ এদিন বন্ধ রইল ১৫ মিনিট। পদ্মাবতী সিনেমাটি মুক্তির আগেই যেভাবে সিনেমাটির নিন্দা হচ্ছে তার প্রতিবাদে গত সোমবারই সাংবাদিক সম্মেলন করে টলিউডের মনোভাব পরিস্কার করে দেন পরিচালক গৌতম ঘোষ, চিত্রতারকা প্রসেনজিত।
পদ্মাবতী সিনেমার রিলিজ নিয়ে যেভাবে জল ঘোলা হচ্ছে, যেভাবে অভিনেত্রী থেকে পরিচালককে কখনও নাক কাটা, কখনও মাথা কাটার হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিবাদে বলিউডের পথে হেঁটে টলিপাড়াও যে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সওয়া ১২টা পর্যন্ত ব্ল্যাক আউট প্রতিবাদ জানাবে তা ঘোষণা হয়েছিল তখনই। সেইমতই এদিন ১২টা বাজতেই সব কলাকুশলী, টেকনিশিয়ানরা স্টুডিও থেকে বাইরে বেরিয়ে আসেন। স্টুডিও অন্ধকার করে দেওয়া হয়। কালো ব্যাজ পড়ে সকলে প্রতীকী প্রতিবাদে সামিল হন।