পদ্মাবতী সিনেমার শর্তসাপেক্ষ মুক্তির কথা এদিন জানিয়ে দিয়েছে সেন্সর বোর্ড। ২৬টি কাট, নাম বদল সবই রয়েছে শর্তের তালিকায়। কিন্তু তাতেও চিঁড়ে যে ভিজল না তা বিকেলেই স্পষ্ট হয়ে গেল। সেন্সর বোর্ডের ছাড়পত্রের কথা ছড়িয়ে পড়তেই ফের সুর চড়িয়েছে রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা। তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওসব শর্ত টর্ত নয়, এ ছবি মুক্তি পেলে তারা সংঘর্ষের পথে যাবে। সিনেমা হলে ভাঙচুর হবে। পদ্মাবতীর মুক্তি সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছে তারা।
অন্যদিকে পিছিয়ে নেই রাজপুত সভা নামে সংগঠনও। তাদের দাবি, সেন্সর বোর্ড এসব করে আসলে সিনেমা প্রস্তুতকারকেরই পাশে দাঁড়াল। এসব তারা মানবে না। ছবি মুক্তি পেলে সরকার তাদের সুর শুনতে পাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাজপুত সভা। ফলে বহু প্রতীক্ষিত সেন্সর বোর্ডে ছাড়পত্রের পরও ‘পদ্মাবতী’ নাম বদলে কতটা শান্তিতে দর্শক পর্যন্ত পৌঁছতে পারে তা নিয়ে সন্দেহের অবকাশ থেকে গেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।