প্রবল বিতর্কে জড়ানো পদ্মাবতী সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে তা এখনও পরিস্কার নয়। তবে তার আগেই বিভিন্ন রাজ্য সরকার সিনেমাটি নিষিদ্ধ করা শুরু করেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পর এবার বিজেপি শাসিত গুজরাটেও নিষিদ্ধ করা হল পদ্মাবতী। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বুধবার জানান, সামনেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের স্বরাষ্ট্র দফতর মনে করছে পদ্মাবতী রিলিজ হলে তাতে আইনশৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে পদ্মাবতী নিষিদ্ধ করা হল গুজরাটে।
ইতিমধ্যেই বেশ কিছু হিন্দু সংগঠন পদ্মাবতী সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগ করে তা দেশেই নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে। কোনও সংগঠন সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বনশালির মাথা কেটে আনলে তার দাম ঘোষণা করেছে। কেউ বলছে দীপিকার নাক কেটে নেবে। তেলেঙ্গানার এক বিজেপি বিধায়ক আবার হুমকি দিয়ে রেখেছেন রাজ্যের যে যে হলে পদ্মাবতী রিলিজ করবে সেই সমস্ত হল তিনি ভেঙ্গে গুঁড়িয়ে দেবেন। এই অবস্থায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে পদ্মাবতী নিয়ে। সেন্সর বোর্ড সিনেমার সার্টিফিকেটের জন্য আবেদনে ত্রুটির প্রসঙ্গ সামনে এনেছে। এই অবস্থায় মধ্যপ্রদেশের পর গুজরাটেও পদ্মাবতীর রিলিজ বন্ধ করা অবশ্যই পদ্মাবতীর প্রযোজকদের জন্য বড় ধাক্কা।