Entertainment

পাকিস্তানে নিষিদ্ধ হল ভারতীয় সিনেমা

ফের ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করল পাকিস্তান। তাদের দেশের কোনও হলে ভারতীয় সিনেমা চালানো যাবে না বলে জানিয়ে দিয়েছে ইমরান সরকার। তবে এটা প্রথমবার নয়। আগেও যখনই ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে তখনই তারা দ্রুত ভারতীয় সিনেমার প্রদর্শন পাকিস্তানে রদ করে। এবারও তার অন্যথা হল না। এবার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে ইস্যু করে তারা ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করল।

এতো কূটনৈতিক জটিলতার ক্ষেত্রে। যখন অবস্থা অতটা জটিল থাকেনা তখনও নানা কারণকে সামনে রেখে ভারতীয় বিভিন্ন সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান সরকার। যে তালিকায় রয়েছে মুল্ক, রাজি, আইয়ারি, প্যাডম্যান, ভিরে দ্যা ওয়েডিং সহ আরও সিনেমা। বৃহস্পতিবার পাক সরকারের তরফে ঘোষণা করা হয় পাকিস্তানে কোনও ভারতীয় সিনেমা প্রদর্শন হবে না।


ভারতীয় সিনেমার বাজার পাকিস্তানে ভাল। ভারতীয় সিনেমার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সেখানে। বলা ভাল পাকিস্তানের সিনেমা বিনোদনটা অনেকটাই ধরে রেখেছে ভারতীয় সিনেমা। সেখানে এই সিদ্ধান্ত পাকিস্তানের সাধারণ মানুষের স্বাভাবিক বিনোদনের ওপর কোপ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। অন্যদিকে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা হলগুলিকেও ভাল ব্যবসা দেয় সে দেশে। ফলে পাকিস্তানের এই সিদ্ধান্তে ভারতীয় সিনেমার তেমন কিছু যায় আসে না। তবে পাকিস্তানের আসে বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button