মূর্খের স্বর্গে বাস করবেননা। এটা ভাবার কোনও কারণ নেই যে রাষ্ট্রসংঘ হাতে ফুলের মালা নিয়ে পাকিস্তানিদের জন্য অপেক্ষা করছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের যে কোনও ১ জনও জম্মু কাশ্মীর থেকে ৩৭০ প্রত্যাহার নিয়ে ভারতের পাশে থেকে পাকিস্তানের আবেদনের পক্ষে বড় বাধার হয়ে দাঁড়াতে পারে। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন দৃশ্যত হতাশ পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। অবশ্য কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন তিনি।
জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে ভারতের পাশে খোলাখুলি দাঁড়িয়েছে রাশিয়া। রাশিয়া সাফ জানিয়েছে ভারত যা করেছে তা তাদের সংবিধান মেনেই করেছে। রাশিয়ার এই বক্তব্যের পর কার্যত সব আশা হারিয়ে ফেলেছে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের অন্য ৪ সদস্য ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন এমনভাবে খোলাখুলি ভারতের পাশে না দাঁড়ালেও তারা পাকিস্তানের পাশেও দাঁড়ায়নি। আর পাকিস্তান ৩৭০ প্রত্যাহার নিয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়ে ভারতের বিরুদ্ধে যে আবেদন জানিয়েছে তা নিরাপত্তা পরিষদের যে কোনও ১ জন সদস্যের বিরুদ্ধ ভেটোয় নাকচ হয়ে যেতে পারে। আর সেই সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন কুরেশি।
রাশিয়া অবশ্য ৩৭০ প্রত্যাহার ভারতীয় সংবিধানের আওতায় থেকে করা হয়েছে বলে ২ দেশ ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে।
রাশিয়ার মন্তব্যে হতাশ কুরেশি সব আশা ছেড়ে আগে থেকেই তাই দেশবাসীকে রাষ্ট্রসংঘের কাছ থেকে কোনও প্রত্যাশা রাখা থেকে বিরত থাকার আহ্বান জানালেন। রাষ্ট্রসংঘে ধাক্কা খেলে তা সহ্য করতে হয়তো সুবিধা হবে বলেই আগেভাগে এমন পরামর্শ শুনিয়ে রাখলেন পাক বিদেশমন্ত্রী।
এদিকে ভারতের ৩৭০ প্রত্যাহার যে তাদের একান্তই আভ্যন্তরীণ বিষয় তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিনে সফররত অবস্থায় জয়শঙ্কর একথা ফের একবার পরিস্কার করে দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা