তিনি নাকি আগেই এমন কিছু হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন। আর তাঁর ঘনিষ্ঠজন সেকথা জানেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করতে কাশ্মীর কার্যত বেচে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।
সেখানে রেহাম খান দাবি করেছেন, তিনি একথা অনেক আগেই তাঁর টিমের এক কাশ্মীরী সদস্যকে জানিয়েছিলেন। এমনটা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন। আর যেদিন ৩৭০ ধারা কাশ্মীর থেকে প্রত্যাহার করে নেওয়া হয় সেদিন ওই কাশ্মীরী তাঁকে ফোন করে বলেন তিনি ঠিক ছিলেন।
ইমরানকে একজন সিদ্ধান্তহীনতায় ভোগা ব্যক্তি বলে ব্যাখ্যা করে রেহাম খান কার্যত তোপ দেগে বলেন, ইমরান খান নিজেই বলেছেন যে তিনি এমনটা হতে পারে তা জানতেন। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিসকেক-এ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন তখনই তিনি বুঝেছিলেন এমনটা হতে পারে। যখন পুলওয়ামা হয় তারপরেও তিনি আন্দাজ করেছিলেন এমনটা হতে যাচ্ছে। রেহাম খান প্রশ্ন তোলেন, যদি ইমরান খান জানতেনই এমনটা হতে যাচ্ছে তখন কেন তারপরেও গত ৩-৪ মাস ধরে মোদীকে ফোন করে গেছেন। মিসড কল দিয়েছেন।
রেহাম খান দাবি করেন, ইমরান যখন জানতেনই এমন কিছু হতে পারে তারপরেও তা নিয়ে সতর্ক না হওয়া মানে তিনি আসলে দুর্বল ব্যক্তিত্ব। রেহাম সোজা সাপ্টা দাবি করেন ‘কাশ্মীর কা সওদা হো গ্যায়া হ্যায়’। অর্থাৎ কাশ্মীর বিক্রি হয়ে গেছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে ইমরানকে কার্যত এদিন কাঠগড়ায় দাঁড় করিয়ে রেহাম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক থেকে এই পদক্ষেপ সঠিক। কারণ তিনি এটা করবেন এই শর্তে বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন। কিন্তু তাঁর প্রাক্তন স্বামী ইমরান খানকে একজন দুর্বল মানুষ বলে ব্যাখ্যা করে ঝড় তুলে দিলেন রেহাম খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা