জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর তাঁদের যোগাযোগ সমস্যা তৈরি হয়েছে। এই কথাটা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে এবার ভারত-পাক সীমান্তে মিছিল করলেন সাংবাদিকরা। তবে ভারতের সাংবাদিকরা নন। পাকিস্তানের সাংবাদিকরা। এলওসি ধরে প্রতীকী মিছিল করেন তাঁরা। পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এই মিছিলে অংশ নিতে হাজির হন।
মুজফ্ফরাবাদ থেকে মিছিল শুরু হয়ে এগোয়। যা চাকোথি পর্যন্ত হবে। ৫৮ কিলোমিটার রাস্তা হাঁটবেন সাংবাদিকরা। পাকিস্তানের সেন্ট্রাল ইউনিয়ন অফ জার্নালিস্টস নামে সংগঠনের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। তাঁদের দাবি, যে যোগাযোগের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাতে তাঁদের তথ্য সংগ্রহের সূত্রগুলির সঙ্গে যোগাযোগই মুশকিল হচ্ছে। ফলে কাজ করতে সমস্যা হচ্ছে।
পাকিস্তানের সাংবাদিকদের এই মিছিল যেহেতু সীমান্ত বরাবর হচ্ছে তাই সেদিকে নজর রেখেছে ভারতও। ৩৭০ ধারা জম্মু কাশ্মীর থেকে প্রত্যাহার করা নিয়ে পাকিস্তান প্রথম থেকেই সোচ্চার হয়েছে। ইমরান সরকার বিষয়টিকে আন্তর্জাতিক মঞ্চে পেশ করার চেষ্টা করলেও তাতে লাভ কিছু হয়নি। প্রায় সব দেশই জানিয়ে দিয়েছে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা