World

বিদেশি লগ্নি টানার নেশায় পাকিস্তানের কাণ্ডে সমালোচনার ঝড়

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অর্থনীতিকে ঘুরে দাঁড় কারতে এখন মরিয়া পাকিস্তান সরকার ও পাকিস্তানের বিভিন্ন বণিকসভা। আজারবাইজানের রাজধানী বাকু শহরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ইনভেস্টমেন্ট অপরচুনিটিস কনফারেন্সের আয়োজন হয়েছিল। আয়োজনের দায়িত্ব নিয়েছিল পাক সরকার। সেখানে অনেক বিদেশি লগ্নিকারী উপস্থিত হন।

এই কনফারেন্সে বিদেশি লগ্নিকারীদের মন জয় করতে তাঁদের পাকিস্তানে বিনিয়োগে উৎসাহ দিতে বেলি ডান্সের আয়োজন করা হয়েছিল। স্বল্পবসনা সুন্দরীদের সেই বেলি ডান্স তথাকথিত রক্ষণশীল পাকিস্তানেরই সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে। খোদ পাকিস্তানের সংবাদমাধ্যমই রসিকতা করে বলছে এটা নয়া পাকিস্তান। আর ট্যুইটার জুড়ে তো ছিছিক্কার পড়েছে। একজন লিখেছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে শেষ পর্যন্ত বেলি ডান্স! অর্থনীতির অবস্থা আরও খারাপ হলে কী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে তবে এবার পাকিস্তান উলঙ্গ নৃত্যের ব্যবস্থা করবে!


খোদ পাকিস্তানের নাগরিকরাই বলছেন যেখানে ভারত চন্দ্রযান-২-এর মত আয়োজন করছে চাঁদ ছুঁতে সেখানে বিনিয়োগ টানতে পাকিস্তান কিনা বেলি ডান্সের আয়োজন করছে! এত কম পোশাকে নৃত্যের আয়োজন সাধারণত উদগ্র জলসায় দেখতে পাওয়া যায়। এহেন চটুল নাচ একটি অর্থনৈতিক বিনিয়োগ টানার সম্মেলনে যে আয়োজিত হতে পারে সেটাই সকলের কল্পনার অতীত ছিল। যা এবার করে দেখাল পাকিস্তান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button