
কোনও নির্মাণ কাজ বা খনন কার্যের জন্য অনেক সময় পাহাড়ে বিস্ফোরণ ঘটাতে হয়। ভেঙে করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই বিস্ফোরণ ঘটিয়ে পাহাড়ের ওই অংশকে ভেঙে ফেলা হয়। এ রীতি বহুদিনের। তেমনই বিস্ফোরণ ঘটানো হয়েছিল একটি মার্বেলের খনির পাশের পাহাড়ে। বিস্ফোরণ কাজে দেয়। ভেঙে যায় পাহাড়ের কঠিন পাথর। সেই পাথরেরই একটি বিশাল চাঁই আছড়ে পড়ে খনি এবং খনির আশপাশে। মার্বেলের খনিতে তখন অনেক শ্রমিক কাজ করছিলেন। তাঁরা ওই পাথরের তলায় আটকা পড়ে যান।
দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারের সময় ১০ জন শ্রমিককে পিষ্ট অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া আরও ৩০ জন শ্রমিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় খনির আশপাশে দাঁড়ানো ট্রাক, এক্সকাভেটর, ট্র্যাক্টর সহ বেশ কিছু ভারী যন্ত্রের ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বামপুখা এলাকায়। এমনিতেই খাইবার পাখতুনখোয়া এলাকা পাহাড় আর ঘন জঙ্গলে ঢাকা। সেখানে মাটির তলায় খনন চালিয়ে খনিজ পদার্থ অনেক কিছুই বার করে আনা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে পাহাড়ে বিস্ফোরণ ঘটানোর সময় আশপাশের কতটা ক্ষতি হতে পারে তা দেখা হয়েছিল কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা