প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা, ছেলে দায়ী করলেন ইমরান খানকে
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীও এবার করোনার গ্রাসে। তাঁর নমুনা পরীক্ষার পর তাঁকে কোভিড পজিটিভ হিসাবে পাওয়া গেছে।
ইসলামাবাদ : পাকিস্তানে হুহু করে ছড়াচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এবার আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গিলানির ছেলে কাশিম গিলানি বাবার করোনা সংক্রমিত হওয়ার কথা ট্যুইট করে নিশ্চিত করেছেন। সেইসঙ্গে এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন তিনি।
শুধু ইমরান খানকেই নয়, কাশিম কাঠগড়ায় তুলেছেন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-কেও। পাকিস্তানে গত কদিনের মধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংসদ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এর আগেই পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এছাড়াও পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, রাজনৈতিক দল পিএমএনএল সেক্রেটারি ও রাজনৈতিক দল পিএমএল নওয়াজ-এর প্রেসিডেন্টের করোনা ধরা পড়েছে।
পাকিস্তানে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজারের ওপর। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩২ জনের। ৫১ হাজার ৭৩৫ জন এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরতে পেরেছেন। পাকিস্তানে করোনা সংক্রমণ ছড়ানোর গতি বেড়েছে। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে করোনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা