ক্ষেত শেষ করাই কাজ, সেই পঙ্গপালকেই চাষের কাজে লাগানোর উদ্যোগ
ক্ষেতের ফসল চোখের নিমেষে খেয়ে ফেলাই তাদের কাজ। সেই পঙ্গপালকে এবার চাষের কাজে লাগানোর উদ্যোগ শুরু।
ইসলামাবাদ : পঙ্গপালের হানায় ব্যতিব্যস্ত গোটা উত্তর ও উত্তর পশ্চিম ভারত। হাজার হাজার পঙ্গপালের দল আচমকাই হানা দিচ্ছে বিভিন্ন এলাকায়। চোখের নিমেষে শেষ করে দিচ্ছে ক্ষেত ভরা ফসল। কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই পঙ্গপালেরা। এবার পঙ্গপাল হানার বড়সড় কোপে পড়েছে ভারতের বেশকিছু রাজ্য। এসব পঙ্গপাল প্রথমে হাজির হয়েছিল পাকিস্তানে। তারপর পাকিস্তান হয়েই এ দেশে প্রবেশ করে তারা। এবার পাকিস্তানেই শুরু হল ক্ষেত শেষ করা পঙ্গপালকে চাষের কাজে লাগানোর উদ্যোগ।
পাকিস্তানে পঙ্গপালদের ধরতে উদ্যোগ নেওয়া হচ্ছে। যাঁরা পঙ্গপাল ধরেন তাঁদেরও উৎসাহ দেওয়া হচ্ছে। পাক সরকার চাইছে পঙ্গপাল ধরে সেই পঙ্গপালকেই ক্ষেতে জৈবসার হিসাবে ব্যবহার করতে। এই লক্ষ্যে ইতিমধ্যেই গবেষকেরা কাজ শুরু করেছেন। অন্য বেশকিছু জৈব বর্জ্যের সঙ্গে মৃত পঙ্গপাল মিশিয়ে জৈবসার তৈরির সব চেষ্টা করছেন তাঁরা।
পাক সরকারের আশা, এই সার তৈরি শুরু হলে তা ক্ষেতে ফলন বাড়িয়ে দেবে। ১৫ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি পেতে পারে বলে মনে করছে সরকার। ফলনের পাশাপাশি এতে মাটির গুণগত মানও বৃদ্ধি পাবে। মাটি ভাল হবে। প্রসঙ্গত পাকিস্তানে খাদ্যাভাবও তৈরি করছে এই পঙ্গপাল হানা। চলতি বছরের শুরুর দিকে এই পঙ্গপাল হানা রুখতে দেশে জরুরি অবস্থাও জারি করে পাক সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা