World

গিলগিটের আকাশে যুদ্ধবিমান ওড়াল পাকিস্তান

লাদাখে ভারত-চিন সীমান্ত জটিলতা এখনও অব্যাহত। তারমধ্যেই এবার গিলগিটের আকাশে যুদ্ধবিমান ওড়াল পাকিস্তান।

নয়াদিল্লি ও গিলগিট : গিলগিটের আকাশে যুদ্ধবিমান উড়িয়ে আসলে কী বার্তা দিতে চাইল পাকিস্তান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। ভারতকে ভয় দেখানোর চেষ্টা? যদি তাই হয় তাহলে তা নিয়ে অবশ্য উদ্বিগ্ন নয় সেনা। কারণ ভারত এসবের উত্তর দিতে তৈরি। আবার এমনও সম্ভাবনার কথা অনেকে সামনে আনছেন যে পাকিস্তান ও চিন একসঙ্গে সীমান্তে আক্রমণ হানতে পারে।

চিন সেক্ষেত্রে লাদাখে এবং পাকিস্তান জম্মু কাশ্মীরে হানা দিতে পারে। কারণ পাকিস্তান এবং চিন পরস্পরের ভাল বন্ধু। গিলগিটের কাদরি বিমানঘাঁটি থেকে পাকিস্তানি যুদ্ধবিমান আকাশে ওড়ে। তারপর প্রয়োজনীয় তালিম সারে। যেদিকে কড়া নজর রয়েছে ভারতেরও। এই পুরো বিষয়টি হয় পাকিস্তানের বায়ুসেনা প্রধান কাদরিতে গিয়ে বৈঠক করার পর।


পাকিস্তানের সেনা প্রধান অবশ্য দাবি করেছেন তাঁদের এই যুদ্ধবিমান ওড়ানোর কারণ রয়েছে। তারা আশপাশের পুরো এলাকা পর্যবেক্ষণ করেছে। ভারত সীমান্তে প্রচুর সেনা মজুত করেছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই ভারত-পাক সীমান্তে পাকিস্তান ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতের ভূখণ্ডে গুলিবর্ষণ ও মর্টারবর্ষণ চালিয়ে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button