বিশ্বে প্রথম স্থানে পাকিস্তানের শহর, নিশ্চিন্ত হলেন ভারতবাসী
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের নাম এবার সামনে এল। যেখানে বাতাস বিশ্বের স্থির করা সর্বোচ্চ দূষণ মাত্রার চেয়ে ৩৮ গুণ বেশি দূষিত।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটা? অবশ্যই নামটা জানতে ইচ্ছা করে। এক সময় দিল্লি এই তালিকায় প্রথম হয়েছিল। কিন্তু এবার দিল্লিকেও পিছনে ফেলে দিয়েছে এই শহর। অবশ্য দিল্লি থেকে এ শহর খুব দূরে নয়।
না এমন ভাবার কোনও কারণ নেই যে দিল্লি থেকে কিছুটা দূরে মানে ভারতের অন্য কোনও শহর সেটি। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে চিহ্নিত হয়েছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানের নাম বললে যে কটি শহরের নাম মানুষ খুব সহজেই বলে ফেলতে পারেন তার অন্যতম লাহোর।
লাহোরের দূষণ মাত্রা পরিমাপের পর আন্তর্জাতিক নিয়ামক সংস্থা তাদের পয়েন্ট দিয়েছে ৩৯৭। সেখানে লাহোরের সঙ্গে দূষণে রীতিমত লড়াইয়ে থাকা দিল্লির পয়েন্ট হয়েছে ১৮৭।
লাহোরের ৩টি এলাকাকে অতিভয়ংকর দূষিত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোট লখপত, ফতেহগড় এবং রাইউইন্দ।
যে সংস্থা এই দূষণ পরিমাপের কাজ করেছে তাদের দাবি, লাহোরের বাতাসে যে ধোঁয়াশা দেখা যায় তাতে কুয়াশা নেই। কেবলমাত্র দূষণের কারণেই এই ধোঁয়াশা তৈরি হয়েছে সেখানে। বিশ্বের স্থির করা সর্বোচ্চ দূষণ মাত্রার চেয়ে ৩৮ গুণ বেশি দূষিত সেই বাতাস।
সংস্থা এও জানিয়েছে যে এই দূষণ নেহাতই লাহোরের নিজস্ব তৈরি করা দূষণ। এর পিছনে ভারত থেকে বয়ে আসা কোনও দূষণের প্রভাব নেই।
প্রসঙ্গত শীতের মুখে পঞ্জাব, হরিয়ানায় যে চাষ বর্জ্য পোড়ানো হয় তার দূষিত ধোঁয়া উড়ে পাকিস্তানেও কিছুটা ঢোকে। লাহোরে যে দূষণ পাওয়া গিয়েছে তাতে ভারত থেকে যাওয়া ধোঁয়া নেই, কারণ এখন ভারত থেকে পাকিস্তানের দিকে কোনও বাতাস বইছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা